Posts

Showing posts from February, 2022

KHELA HOBE LYRICS

  বাইরে থেকে বর্গী আসে নিয়ম করে প্রতি মাসে আমিও আছি, তুমিও রবে বন্ধু এবার খেলা হবে খেলা খেলা খেলা হবে তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা দিদির ছবি সরবে যবে বন্ধু সেদিন খেলা হবে খেলা খেলা খেলা হবে খেলা হবে...খেলা হবে কন্যাশ্রী বোনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার যুদ্ধ সে বোন জিতেই লবে বন্ধু এবার খেলা হবে খেলা খেলা খেলা হবে বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি অপারেশন ফ্রিতেই হবে খেলা খেলা খেলা হবে খেলা হবে...খেলা হবে কব্জি যদি শক্তিশালী মাঠে আছে লড়নে ওয়ালি বন্ধু বলো আসছো কবে খেলা খেলা খেলা হবে আমার মাটি সইবে না ইউপি, বিহার হইবে না বাংলা আমার বাংলা রবে ভীষণ রকম খেলা হবে খেলা খেলা খেলা হবে খেলা হবে... খেলা হবে হাথরাসেতে বোনকে জ্বালাও মোদী বলেন থালা বাজাও এই মাটিতেও বাজনা হবে নতুন রকম খেলা হবে খেলা খেলা খেলা হবে পেঁয়াজ, আলু, গ্যাসের দামে দেশকে ভাঙো রামের নামে রামের দেবী দুর্গা তবে বন্ধু জেনো, খেলা হবে খেলা হবে...খেলা হবে আঠারোটা এমপি নিয়ে বাংলাকে মোর ভুললে গিয়ে রিটার্ন তুমি আসবে কে? বন্ধু সেদিন খেলা হবে খেলা খেলা খেলা হবে মুকুল, শোভন, সব্যসাচী বিজেপি আজ আস্ত রাঁ...