KHELA HOBE LYRICS

 বাইরে থেকে বর্গী আসে

নিয়ম করে প্রতি মাসে
আমিও আছি, তুমিও রবে
বন্ধু এবার খেলা হবে

খেলা খেলা খেলা হবে

তৃণমূলের ভাঙিয়ে নেতা
নয়কো সহজ ভোটে জেতা
দিদির ছবি সরবে যবে
বন্ধু সেদিন খেলা হবে

খেলা খেলা খেলা হবে
খেলা হবে...খেলা হবে

কন্যাশ্রী বোনটা আমার
হচ্ছে যখন ইঞ্জিনিয়ার
যুদ্ধ সে বোন জিতেই লবে
বন্ধু এবার খেলা হবে

খেলা খেলা খেলা হবে

বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী
ফুলিয়ে বলে বুকের ছাতি
অপারেশন ফ্রিতেই হবে
খেলা খেলা খেলা হবে

খেলা হবে...খেলা হবে

কব্জি যদি শক্তিশালী
মাঠে আছে লড়নে ওয়ালি
বন্ধু বলো আসছো কবে
খেলা খেলা খেলা হবে

আমার মাটি সইবে না
ইউপি, বিহার হইবে না
বাংলা আমার বাংলা রবে
ভীষণ রকম খেলা হবে

খেলা খেলা খেলা হবে
খেলা হবে... খেলা হবে

হাথরাসেতে বোনকে জ্বালাও
মোদী বলেন থালা বাজাও
এই মাটিতেও বাজনা হবে
নতুন রকম খেলা হবে

খেলা খেলা খেলা হবে

পেঁয়াজ, আলু, গ্যাসের দামে
দেশকে ভাঙো রামের নামে
রামের দেবী দুর্গা তবে
বন্ধু জেনো, খেলা হবে

খেলা হবে...খেলা হবে

আঠারোটা এমপি নিয়ে
বাংলাকে মোর ভুললে গিয়ে
রিটার্ন তুমি আসবে কে?
বন্ধু সেদিন খেলা হবে

খেলা খেলা খেলা হবে

মুকুল, শোভন, সব্যসাচী
বিজেপি আজ আস্ত রাঁচি
মুকুল, শোভন, সব্যসাচী
বিজেপি আজ আস্ত রাঁচি
দিলীপ কি ফের কাঁদবে তবে?

খেলা হবে...খেলা হবে
বন্ধু সেদিন খেলা হবে
খেলা হবে...খেলা হবে

সবুজ আবির খেলা হবে
খেলা খেলা খেলা হবে
বন্ধু এসো খেলা হবে
খেলা খেলা খেলা হবে
মাঠেই আছি, খেলা হবে
খেলা খেলা খেলা হবে
ভীষণ রকম খেলা হবে
খেলা খেলা খেলা হবে

সবুজ আবির খেলা হবে
বাংলাতে ভাই, দিদিই রবে
খেলা খেলা খেলা হবে

Comments

Popular posts from this blog

java chapter11 practice question on abstruct class and interfaces

java practice set 8

java exercise4